সংবাদচর্চা রিপোর্ট:
নারায়নগঞ্জের আড়াইহাজারে মসজিদের ইমামের বেতন দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহিলা সহ ৭ জন আহত হয়েছে । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৬ মে) রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামে। এলাকাবাসী জানায় দয়াকান্দা পুর্বপাড়া মসজিদের ইমাম মুফতি সফিকুল ইসলামের তারাবী নামাজের বেতন এবং হিসাব নিয়ে মঙ্গলবার জোহর নামাজে পর সাবেক ইউপি সদস্য জামালের সাথে একেই গ্রামের মাইনউদ্দিনের বাগবিতন্ডা হয়। সন্ধায় মাইনউদ্দিন মাগরিবের নামাজ পড়ে জামালের বাড়ির সামনে দিয়ে আসার সময় জামাল এবং তার লোকজন তার উপর অতর্কিত হামলা চালায় । এবং তাকে লক্ষ্য করে টেটা ছুড়ে মারলে সে টেটা বিদ্ধ হয়ে মাটিতে লুটে পরে। মাইনুদ্দিনের ডাক চিৎকারে স্বজনরা তাকে বাচাতে আসলে এসময় আরো ৬ জনকে পিটিয়ে আহত করেন জামালের লোকজন। আহতরা হলেন, দেলোয়ার (৩৫), শেখ ফরিদ (২০), সাহাবদ্দী (৬০) জামান (৪৫) মাহামুদ (৩২) খাদিজা (২৩) । তাদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান এদের মধ্যে মাইনউদ্দীন,দেলোয়ার, শেখ ফরিদ হাসপাতালে ভর্তি হন অপর তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ব্যপারে মাইনউদ্দীনের চাচাত ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা করেছেন।
আড়াইহাজার থানার ওসি তদন্ত মোঃ আমির হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।