আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ইফতার পার্টিতে অভ্যন্তরীণ বিভেদ দূরের চেষ্টায় বিএনপি

সংবাদচর্চা রিপোর্ট:

রমজানকে কেন্দ্র করে দল গোছানোর কাজে ব্যস্ত নারায়ণগঞ্জ বিএনপি। ইফতার পার্টির মাধ্যমে অভ্যন্তরীণ বিভেদ দূর করে দলকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছে দলটি। পুলিশি বাধার মুখে বারবার রাজপথে কর্মসূচি গড়ে তুলতে ব্যর্থ হওয়া বিএনপি রমজানে ইফতার পার্টিকে দল গোছানোর কৌশল হিসেবে বেছে নিয়েছে। এজন্য জেলায় একাধিক ইফতার পার্টি অনুষ্ঠানের পাশাপাশি তৃণমূল পর্যায়েও এই আয়োজন করা হচ্ছে। নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে সাধ্যমতো যত সংখ্যক সম্ভব ইফতার পার্টি আয়োজন করার।

বিএনপি নেতাদের অভিযোগ, সরকারের বাধার কারণে সভা-সমাবেশের মাধ্যমে দলের অভ্যন্তরীণ বিভেদ দূরা করা সম্ভব হচ্ছে না। তাই রমজানে ইফতার পার্টির মাধ্যমে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে বিভেদ দূর করে সাংগঠনিক শক্তি বাড়ার কাজ চলছে। ঈদের পরে আবারও আন্দোলনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

বিএনপির একাধীক নেতাকর্মীরা বলেন, আমাদের সাংগঠনিক কার্যক্রম চলছে। বিএনপির সঙ্গে অঙ্গসংগঠনগুলো ঠিক করা হচ্ছে। বিভিন্ন ইফতার পার্টির মাধ্যমে জনসংযোগ করা হচ্ছে। কারণ, অন্যভাবে করার সুযোগ নেই। পুরোদমে আমাদের সাংগঠনিক কাজ চলছে। সরকার তো আমাদের সভা-সমাবেশ করতে দিচ্ছে না। তাই ধর্মীয় অনুষ্ঠান ইফতার মাহফিলে মাধ্যমে আমাদের সাংগঠনিক কাজ করতে হচ্ছে।

এদিকে, ইফতারকে কাজে লাগিয়ে নিজ দলের পাশাপাশি অঙ্গসংগঠনগুলোকে দলীয় নেতাকর্মীদের দলগুলোর সঙ্গে দূরত্ব কমাতে উদ্যোগ নিয়েছে বিএনপি। ইতোমধ্যে একাধিক ইফতারে অংশগ্রহন করার প্রস্তুতি নিচ্ছে জেলা ও মহানগরের সিনিয়র নেতারা। দীর্ঘদিন সম্পর্কের টানাপড়েনে থাকা কিছুটা হলেও কোন্দল কমবে বলে ধারনা রাজনৈতিক বোদ্ধাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জেলে যাওয়ার আগে সব রাজনৈতিক দলকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। এরপর বিএনপির পক্ষ থেকেও একাধিকবার এই আহ্বান করা হয়েছে। ইফতারের মাধ্যমে তাদের সঙ্গে আমাদের বোঝাপড়াটা ভালো হচ্ছে, যা আগামীতে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশগ্রহণ করার ক্ষেত্রে কাজে আসবে।

বিএনপি নেতারা বলছেন, রমজানের মধ্যে নিজেদের মধ্যকার কোন্দল বা বিভেদ থাকলে মিটিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে গতিশীল করতে তৃণমূল নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ইফতার মাহফিলের আগে নেতাকর্মীদের নিয়ে বর্ধিতসভা বা বৈঠক করে স্থানীয়ভাবে অভ্যন্তরীণ সমস্যাগুলো মিটমাট করার চেষ্টা চলছে।

মাহনগর স্বেচ্ছা সেবক দলের সভাপতি আবুল কাওসার আশার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সিয়াম সাধানার মাস রমজান, সারাদিন রোজা রেখে পাক পবিত্র থেকে ইফতার পার্টিরমাধ্যমে দলী কোন্দল (অভ্যন্তরিন বিভেদ) দূরা করার বিষয়টি অত্যন্ত কার্যকর। রমজান মাসকে লক্ষ করে আপনাদের এই রকম কোন পরিকল্পনা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, হ্যা আমাদের এই রকম কিছু প্রোগ্রাম করা সিদ্ধান্ত নিয়েছি তবে অনুষ্ঠানগুলো ততোট কালারফুল হবে না। কেনন আমাদের নেত্রী দীর্ঘ দিন ধরে কারা ভোগ করছেন। কিভাবে আছেন, কি খাচ্ছেন সে সংক্রান্তে আমাদের তেমন কোন ধারণা নেই তাই আমরা আমাদের অনুষ্ঠানগুলো খুবই সাধারণ ভাবে করা চেষ্টা করবো।

ইফতার পার্টির মাধ্যমে অভ্যন্তরীণ বিভেদ দূর করে দলকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছে দলটি জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাশুকুল ইসলাম রাজিব এমন প্রশ্ন করা হলে তিনি দৈনিক সংবাদচর্চাকে বলেন এটাকি আদো সম্ভব? তবে যেহেতু ধর্মীয় একটি বিষয় সেক্ষেত্রে একই ছাদের নিচে মন খুলে বসে কথা বললে অনেক সমস্যারই সমাধাণ করা সম্ভব। তবে সেই চিন্তা ধারা থাকতে হবে প্রত্যেকের মনে। নারায়ণগঞ্জ বিএনপি পক্ষ থেকে কোন ইফতার মাহফিল কিংবা দোয়া মাহফিলের আয়োজন করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন দলীয় ভাবে এমন কোন অনুষ্ঠান করা হবে কিনা সেই সম্পর্কে আমি কিছু জানিনা তবে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে কিছু অনুষ্ঠান করবো।