বন্দর প্রতিনিধি:
বন্দরে রাস্তা পারাপারে সময় সড়ক র্দূঘটনায় ইটভাটা শ্রমিক সাফিয়া বেগম (৫৫) নিহত হয়েছে।
গত ১৮ জুলাই রাত সাড়ে ১২টায় বন্দর থানার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের জাঙ্গালস্থ এসকিউ ক্যাবলস লিমিটিড এর সামনে এ র্দূঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসী সহতায় আহত পথচারিকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহত পথচারি সাফিয়া বেগম পটুয়াখালী জেলার বাহেরমোচ এলাকার শামছুল শরিফ মিয়ার মেয়ে। এবং বর্তমানে তিনি বন্দর উপজেলার জাঙ্গালস্থ হালুয়াপাড়া এলাকার মাসুদ মিয়ার ইটভাটা শ্রমিক বলে জানা গেছে।
এ ব্যাপারে মৃতার ছেলে বাদশা মিয়া বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য লিখিত আবেদন করলে উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মৃত্যুর বিষয় কোন সন্দেহ না থাকায় বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য অনুমতি প্রদান করে।
এ ব্যাপারে বাদশা মিয়া বাদী হয়ে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেন।