আজ শুক্রবার, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ইজিবাইক চালক হত্যায় দুই ভাই রিমান্ডে

ফতুল্লায় টিপু হাওলাদার (২৫) নামে ব্যাটারি চালিত অটোরিকশা চালককে হত্যার সাথে জড়িত দুই ভাই মোহাম্মদ আলী ও ইমরান হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে নারায়ণগঞ্জের একটি আদালত। সোমবার রিমান্ড মঞ্জুর করে মাহমুদুল মহসিনের আদালত।

কোর্ট সুত্রে জানা গেছে  পুলিশ মোহাম্মদ আলী ও ইমরান হোসেনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

উল্লেখ্য ৫ জানুয়ারী সকালে ফতুল্লার চর কাশিপুর এলাকা থেকে টিপু হাওলাদারের লাশ উদ্ধার করা হয়। নিহত টিপু হাওলাদার বরিশালের দিদারপুর এলাকার মুনসুর আলীর ছেলে। সে ফতুল্লার ভোলাইল এলাকার বাসিন্দা ও অটোরিকশা চালক। ৪ জানুয়ারী রাত দেড়টায় চর কাশিপুর এলাকায় ছিনতাইকারীরা টিপুকে পিঠে ও কোমরে দুটি ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন টিপু হাওলাদারকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা যায়।

সর্বশেষ সংবাদ