আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইউএনও’র বিদায় কাঁদল কালকিনিবাসী

ইউএনও’র বিদায়

ইউএনও’র বিদায়

মাদারীপুর প্রতিনিধি:

কেন্দ্রীয় পর্যায়ের রাজনৈতিক নেতাদের মেলা যে সাধারন একটি উপজেলায়, যেখানে রয়েছে ক্ষমতা আর ক্ষমতাসীনদের ঠান্ডা লড়াই। আর সরকারি বা বেসরকারি যে কোন কাজই হোকনা কেন যেখানে রয়েছে রাজনৈতিক হস্তক্ষেপ।

এমন একটি উপজেলার মধ্যে মাদারীপুরের কালকিনি উপজেলা। আর যেখানে ইউএনওর পদে বসে কাজ করা বড়ই চ্যালেঞ্জের বিষয়। ঠিক সেই জায়গায় ১০ মাস ইউএনও হিসেবে কাজ করে সকলের সাথে সমন্বয় রক্ষা করে সকলের প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন সদ্য বিদায়ী ইউএনও শেখ হাফিজুর রহমান সজল। এ উপজেলার উন্নয়ন ও বড় পরিবর্তনের সিধান্তের ব্যাপারে যার ভুমিকা ছিল সাহসিকতা, সমন্বয়, প্রসংশিত ও সাফল্যমন্ডিত।

তাই অতি অল্প সময়ের মধ্যে কালকিনির সর্বস্থরের মানুষের মনজয় করতে সক্ষম হয়ে ছিলেন তিনি। এখানে থাকা অবস্থায় তিনি যে সকল ভালো কাজ করে গেছেন তা যুগযুগ ধরে মনে রাখবে কালকিনিবাসী। তিনি যে সকল কাজ বাস্তবায়ন করে গেছেন, উপজেলায় শিক্ষা কল্যান ট্রাস্ট গঠন, নকলমুক্ত পরীক্ষা নেয়া, প্রতিটি বিদ্যালয় বাধ্যতামুলক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্টান চালু করা, বিভিন্ন দিবসে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ স্কাউট ও কাব চালুকরন, বাল্যবিবাহ মুক্ত করা ও অন্যতম আর একটি কাজ ছিলো কবি ও সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃতিক ভিটা দখল মুক্ত করা। কিন্তু হঠাৎ গত ২৭ মার্চ তিনি ময়মনসিংহ বদলি হয়ে যাওয়ায় তার বিদায় অনুষ্ঠান ও তাকে গাড়িতে উঠিয়ে দেয়ার সময় কালকিনির হাজার-হাজার মানুষের সমাগম ঘটে। আর তাকে কেন্দ্র করে সকলের চোখে ঝড়তে থাকে তার প্রতি ভালোবাসার নির্দশনা সরুপ ভালোবাসার অশ্রু।