আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারের ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার (ধান কাটা মেশিন) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে মাহমুদপুর ইউনিয়নের সালমদী গ্রামের কৃষক বেলায়েত হোসেনকে ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী হাবিবুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক আব্দুর কাদির, উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা নাসিরউদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার প্রমুখ।
প্রসঙ্গত : “খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প” এর ২য় পর্যায়ের উন্নয়ন সহায়তার আওয়ায় আধুনিক পদ্ধতি ব্যবহার করে দ্রুত সময়ের ধান কাটার কাজে যন্ত্রটি ব্যবহার করা হবে। কম্বাইন হারভেস্টার ব্যবহারের ফলে অল্প খরচে ধান কাটা সম্ভব হবে। ফলে অতিরিক্ত ব্যয়ের হাত থেকে রক্ষা পাবে কৃষক। কম্বাইন হারভেস্টারের ক্রয়মূল্য ১২ লাখ টাকা হলেও সরকারি ভর্তুকি মূল্য সর্বোচ্চ ৭ লাখ টাকায় প্রদান করা হয়। এতে ক্রয়কারী ৫ লাখ টাকা কম মূল্যে ১২ লাখ টাকার কৃষি যন্ত্রটি ক্রয় করতে পারছেন। বর্তমানে কৃষি মজুরী দিন দিন বাড়ছে তাই কৃষকদের কথা চিন্তা করে কম্বাইন হারভেস্টার (ধান কাটা মেশিন) কৃষকদের মাঝে পৌছে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ।