আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজার ছাত্রলীগ নেতা বাবুর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক:

আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা কামাল হোসেন বাবু ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি………রাজিউন)।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ১১ঘটিকায় স্থানীয় আড়াইহাজার ইমদাদুল উলুম আলিম মাদ্রাসায় তার জানাজার নামাজ শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তার জানাজায় হাজারো মানুষের ঢল নামে। স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবুসহ বিভিন্ন দলমত ও পেশার লোকজন জানাজায় অংশ নেয়।

জানা গেছে, এই যুবক হঠ্যাৎ হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। তার এই অকাল মৃত্যুতের আড়াইহাজার রিপোর্টার্স ক্লাবসহ স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক জানিয়েছেন। মরহুম কামাল স্থানীয় কৃঞ্চপুরা এলাকার সাবেক ছাত্রলীগ নেতা বিল্লাল হোসেনের ছোট ভাই।