আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পুলিশের অভিযান আটক-৬

আড়াইহাজারে

আড়াইহাজারে

আড়াইহাজার  সংবাদদাতা:

আড়াইহাজারে বৃহম্পতিবার রাতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী এবং গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ছয় ব্যাক্তিকে আটক করা হয়েছে। আটকৃতদের মধ্যে ৫২ পিস ইয়াবাসহ গোপালদী কাজীপাড়া এলাকার মহিদের ছেলে ওমর ফারুক এবং ২০০ গ্রাম গাঁজাসহ নোয়াপাড়া এলাকার হেজু মিয়ার ছেলে হারুন মিয়াকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে নারায়ণগঞ্জের পৃথক আদালত থেকে বিভিন্ন মামলায় সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি হলে পুলিশ বৃহম্পতিবার রাতভর অভিযান চালিয়ে গহরদী এলাকার রুশন আলীর ছেলে আল-আমিন, নাগড়াপাড়া এলাকার আলাউদ্দিনের ছেলে জসিমউদ্দিন, রামচন্দ্রী এলাকার মৃত আবদুল রহমানের ছেলে বিল্লাল হোসেন, ঘুরঘুরিয়া এলাকার জবেদ আলীর ছেলে আক্তার হোসেনকে আটক করে। আটককৃতদের শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।