আজ মঙ্গলবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে জেলেকে হত্যার চেষ্টার ঘটনায় মামলা

আড়াইহাজারে

আড়াইহাজারে

আড়াইহাজার প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এরশাদ নামে এক জেলেকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। মামলায় চারজনের নাম উল্লেখ্য করাসহ অজ্ঞাত আরও ৫ থেকে ৬জনকে আসামি করা হয়েছে।

আহত জেলের স্ত্রী শিউলী আক্তার বাদী হয়ে মামলাটি করেন। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। পুলিশ ঘটনার চার দিনের মাথায় মামলাটি গ্রহণ করেছে। এজাহারে উল্ল্যেখিত বিবরণ থেকে জানা গেছে, ২৭ অক্টোর দুপুরে স্থানীয় কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যাচর এলাকায় মেঘনা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে জেলে এরশাদকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে তার বাম হাতের পাঁচটি আঙ্গুল কেটে ফেলা হয়েছে।

এসময় হামলাকারীরা তার শীরিরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এরশাদের স্ত্রী শিউলীর তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ওপরও হামলা করা হয়। এসময় গলায় থাকা স্বণালঙ্কার লুট করে তারা পালিয়ে যায়।

পরে এরশাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়। আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ আবদুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্পন্সরেড আর্টিকেলঃ