আজ সোমবার, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ফসলি জমির মাটি চুরি

আড়াইহাজারে

আড়াইহাজারে

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাতগ্রাম ইউনিয়ন এর সাইপান প্রবাসী মশিরুল হক এর ৫২ শতাংশের ফসলি জমির গোপনে নৌকা দিয়ে মাটি কেটে নিয়ে গেছে একদল সক্রিয় মাটি চোর। ঘটনার বিবরণে জানা যায় বর্ষার পানি আসার পর চুরি করে কিছু সংখ্যক লোক নৌকা দিয়ে ৫২ শতাংশ জমির ১.৫ থেকে ২ ফুট গভীর করে মাটি নিয়ে অন্যত্র বিক্রি করে দেয়। নাম না প্রকাশে একজন বলেন, বর্ষার পানি আসলে জমির মালিকরা পানির কারণে জমির খেয়াল রাখে না এসুযোগে মাটি চোরেরা জমির মালিকদের না জানিয়ে মাটি কেটে অন্যত্র বিক্রি করে দেয়। ঘটনার সত্যতা জানতে চাইলে বিভিন্ন লোকদের জিজ্ঞেস করে জানা যায় উক্ত ৫২ শতাংশ জমির মাটি বিক্রি করে দেয় মোঃ আইবুর, পিতা: মৃত- চাঁন মিয়া, মোঃ নাছির, পিতা: মোঃ আব্দুল আহাদ, মোঃ আশিক, পিতা- মোতাহার, মোঃ আলিম, পিতা- সামছুল হক, মোঃ ইয়াছিন, পিতা- নুরু, অজ্ঞাত আরও ১০-১৫ জন, উভয়ের ঠিকানা- টেকপাড়া, সাতগ্রাম, আড়াইহাজার, নারায়ণগঞ্জ। তারা দীর্ঘদিন যাবৎ মাটির চুরির কাজে জড়িত।

স্পন্সরেড আর্টিকেলঃ