রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা:-
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গতকাল বুধবার মাসুদ নামে ছয় মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সে স্থানীয় কৃঞ্চপুরা এলাকার হোসেন আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, একটি চেক জালিয়াতি মামলায় সম্প্রতি মাসুদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালত থেকে ছয় মাসের সাজার আর্দেশ দেয়া হয়। রায়ের পর থেকেই সে পলাতক ছিল। এছাড়াও তার বিরুদ্ধে একই আদালত থেকে অপর আরেকটি মামলায়ও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।