আজ শনিবার, ১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ৬ দিন ধরে মাদরাসার ছাত্র নিখোঁজ

আড়াইহাজারে ৬ দিন

আড়াইহাজারে ৬ দিন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোহাগ (১১) নামে এক মাদ্রাসার ছাত্র নিখোঁজের ছয়দিনেও পুলিশ উদ্ধার করতে পারেনি। সে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের হুরগাও এলাকার উজ্জলের ছেলে এবং স্থানীয় হুরগাও মাদ্রাসার ছাত্র। চলতি মাসের ১ তারিখে সোহাগদের বাড়ি ভাড়াটিয়া হেলাল তাকে অপহরণ করেছে। হেলাল মাতুয়াইল এলাকার বাল্যবন্ধুর ছেলে। এ ঘটনায় থানা একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সোহাগের মা কারিমা জানান, হেলাল মিয়া তাদের বাড়ির ভাড়াটিয়া ছিল।

সে ১ অক্টোবর বৃহম্পতিবার বিকালে চকলেট কিনে দেওয়ার কথা বলে সোহাগকে বাড়ির বাইরে নিয়ে যায়। পরে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে তার কোন হদিস পাওয়া যাচ্ছেল না।

আড়াইহাজার থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন সূত্র ধরে তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে শিশুটি উদ্ধার করা সম্ভব হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ