![](https://i0.wp.com/sangbadchorcha.com/wp-content/uploads/2017/08/21035265_838108553019915_1442066834_o.jpg?resize=589%2C331&ssl=1)
আবুসিদ্দিক বাদল: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদীতে ৩ কেজি গাঁজা সহ ৩ জনকে গ্রেফতার করেছে গোপালদী তদন্তকেন্দ্রের পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন; সেলিম(২৬), রিপন(২৪), হালিম(২২) তিন জনই কড়ইতলা গ্রামের বাসিন্দা।
গোপালদী তদন্তকেন্দ্রর ইনচার্জ আহসান উল্যাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স সহ বিশনন্দী ইউনিয়নের তালতলা এলাকাতে অভিযান চালিয়ে গাঁজা সহ তাদের গ্রেফতার করতে সক্ষম হই। তদন্তকেন্দ্রের সহকারি ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।