আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ১২টি স্বর্ণেরবার সহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক:
আড়াইহাজারে ১২০ ভরি স্বর্ণের ১২টি বার সহ চন্দন রায় (২৮) নামে এক স্বর্ণ চোরাচালানী চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিশনন্দী ফেরীঘাটের ফলিতপুষ্টি গবেষনা ইনস্টিটিউট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

গোপালদী তদন্ত কেন্দ্রের এ এস আই শামীম জানান, তিনি গোপনে সংবাদ পান যে, বাঞ্ছারামপুর থেকে একটি স্বর্ণের চোরাচালান বিশনন্দী ফেরী ঘাট হয়ে ঢাকার দিকে যাবে। তখন পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়। ফেরীতে নদী পার হয়ে আসার সময় চন্দনের গতিবিধি তাদের সন্দেহ হয় এবং তাকে তল্লাশী করে পুলিশ। এ

সময় তার দুই হাতের সাথে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৬টি করে ১২টি স্বর্ণের বার পাওয়া যায়। আটককৃত চন্দন ব্রাহ্মণবাড়িয়ার নসিরনগর থানার গুদমা গ্রামের বিরেন্দ্র রায়ের ছেলে বলে পরিচয় দেয়। আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান তার বিরুদ্বে মামলা দিয়ে নারায়নগঞ্জ কোর্টে চালান দেওয়া হয়েছে।