নিজস্ব প্রতিবেদক:
আড়াইহাজারে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে উপজেলার দুপ্তরা ইউনিয়নের পাচঁগাও (চড়পাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। পরে ওই শিশুর মা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের বরাত দিয়ে ওই মিশুর মা জানান, শিশুটির মা রাতে তার অসুস্থ স্বামী ও ১০ বছরের মেয়েকে রেখে স্থানীয় স্পিনিং মিলে কাজে চলে যান। ওইসময় একই গ্রামের জামির হোসেনের বখাটে ছেলে শাওন (১৮) ঘরে ঢুকে জোড় পুর্বক শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির মা কাজ শেষে শনিবার ভোরে বাড়ীতে আসলে শিশুটিকে কান্না করতে দেখতে পায়। পরে মা কারন জানতে চাইলে মেয়ে কাদঁতে, কাদঁতে ধর্ষণের ঘটনা জানায়। পরে ধর্ষিতার মা মেয়েকে নিয়া থানায় গিয়ে নিজে বাদী হয়ে একটি ধর্ষনের অভিযোগ দায়ের করেন ।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা চলছে।