আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে হেলো সরকার বিজয়ী

সংবাদচর্চা রিপোর্ট:

আড়াইহাজার উপজেলায় নৌকা প্রতীকের মুজাহিদুর রহমান হেলো সরকার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮০ হাজার ৫৫৮ ভোট। প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে ইকবাল হোসেন মোল্লা পেয়েছেন ৭হাজার ৮৮৯ ভোট।আর কাপ পিরিচ প্রতীকে আজাদ খান পেয়েছেন ১২০২ ভোট।

আড়াইহাজার উপজেলায় ২টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ১১৩টি ভোট কেন্দ্রে ভোটার ২ লাখ ৮৩ হাজার ৮৬৭ জন ভোটার। যার মধ্যে পুরুষ ১ লাখ ৪৪ হাজার ১২২ জন ও নারী ১ লাখ ৩৯ হাজার ৭৪৫ জন। এর মধ্যে ভোট পড়েছে ৮৯ হাজার ১৪৯।

এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন আওয়ামীলীগের নৌকা প্রতীকে মুজাহিদুর রহমান হেলো সরকার, স্বতন্ত্র আনারস প্রতীকে মোহাম্মদ ইকবাল হোসেন মোল্লা ও স্বতন্ত্র কাপ পিরিচ প্রতীকে মো. আজাদ খান।