আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় সুমন (২২) নামের এক যুবক নিহত হয়েছে। রোববার ২৭ ডিসেম্বর বিকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুমন কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার চশলমারী গ্রামের আঃ মজিদের ছেলে।

হাসপাতাল সুত্রে জানা গেছে, নিহত সুমন বগাদীতে তার বোনের বাড়িতে বেড়াতে আসে। তার বোন জামাই শাহাজামাল জানান,আড়াইহাজার সেন্ট্রাল হাসপাতালে আমার নব জাতক শিশুকে দেখতে ওইখান থেকে ঘটনার সময় সুমন একটি বাইসাইকেল দিয়ে যাওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। খবর পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। ঘাতক মাইক্রোবাস চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে জানতে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলামকে একাধিবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।