আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানচালক নিহত

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জের আড়াইহাজারে কাভার্ড ভ্যানের সাথে এ্যাপালো বাসের চাপায় কাভার্ড ভ্যানের চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে ঢাকাÑ সিলেট মহাসড়কের আড়াইহাজার থানাস্থ ছনপাড়া নামক স্থানে।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক ( এস আই) মজিবুর রহমান জানান, কাভার্ড ভ্যানটি ঢাকা থেকে নরসিংদীর দিকে যাওয়ার পথে ছনপাড়া নামক স্থানে এসে বিকল হয়ে যায়। সে কাভার্ড ভ্যানটি থাময়ে এর পিছনে দাঁড়ানো ছিল। এ সময় সিলেট গামী এ্যাপোলা পরিবহনের একটি বাস পিছন থেকে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কাভার্ড ভ্যান চালকের নাম কুরবান আলী (২০)। সে পাবনার বেড়া থানার পাইরা গ্রামের রমজান আলীর ছেলে বলে পুলিশ জানায়। ঘাতক বাসটি অটক করা সম্ভব হয়নি।