আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নজরুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকের আরোহী নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহ জেলার গফুরগাও থানাধীন ২৬-মহিলা কলেজ সড়ক, শিলাশী এলাকার আয়ুব আলীর ছেলে। তিনি সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় অবস্থিত রপ্তানীমুখী প্রতিষ্ঠান ‘সিনহা গামেন্টেসের’ ডেনিম সেকশনের কবলিব অপারেটর পদে কর্মরত ছিলেন। বৃহম্পতিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা ব্রিজ সংলগ্ন এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে সোনারগাঁওয়ের কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে। প্রতিষ্ঠানটির হিসাব-রক্ষক আকরাম হোসেন জানান, নজরুল ইসলাম প্রতিষ্ঠানের ডেনিম সেকশনের ‘কবলিব’ অপরেটর পদে কর্মরত ছিলেন। দুপুরে ছুটি নিয়ে মোটরসাইকেল যোগে তার দেশের বাড়িতে যাওয়ার সময় পুরিন্দা ব্রিজ এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক আরিফুল হক ভূঁইয়া বলেন, দুর্ঘটনার শিকার ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।