সংবাদচর্চা রিপোর্ট
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। প্রতিদিন প্রায় ৩শতাধিক রোগী ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসেন। মঙ্গলবার বেলা ১১টায় বর্হিবিভাগের দরজায় দরজায় দেখা যায় রোগীর উপচে পড়া ভীড়। ঘন্টার পর ঘন্টা লাইনে কেউ দাঁড়িয়ে কেউ আবার বসে অপেক্ষায় থাকেন কখন তার ডাক পড়বে। অনেকেই র্দীঘক্ষণ দাঁড়িয়ে থেকে অসুস্থ্য হয়ে পড়েন। শিশু ও নবজাতক বিভাগের অবস্থা আরো বেহাল। এখানে মায়েরা তাদের শিশুদের কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অসুস্থ্য হয়ে পড়েন। লাইনে দাঁড়িয়ে থেকে অনেক মা আক্ষেপ করেন বলেন সিলিং ফ্যান না থাকায় প্রচন্ড গরমে প্রতিদিনই নারী ও শিশু রোগীরা দুর্ভোগ পোহাচ্ছেন। চরম এই দুর্ভোগ দেখার যেন কেউ নেই।
তাসলিমা নামে এক নবজাতকের মা বলেন, রোজা রেখে ছোট শিশু নিয়ে লাইনে র্দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে আমি অসুস্থ্য হয়ে পড়েছি। অনেকেই অসুস্থ্য শিশুর চিকিৎসা না করিয়ে ফিরে যেতে দেখা যায়। সেখানে নেই কোন ফ্যান।
টিএইচও ডাক্তার হাবিব ইসমাইল ভূঁইয়া বলেন, উপজেলা মাসিক মিটিংয়ে ফ্যানের বিষয়টি অবহিত করা হবে। আশা করছি সমাধান হয়ে যাবে।