আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে স্বামীর মৃত্যুর খবর শুনে স্ত্রীরও মৃত্যু

আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বার্ধক্যজনিত কারণে স্বামী ইদ্রীস আলীর মৃত্যুর ৬ ঘন্টার মাথায় তার স্ত্রী রেজিয়া বেগমের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় স্থানীয় পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নিকট আত্মীয় আহসান উল্যাহ জানান, মঙ্গলবার রাত ৩টায় বার্ধক্যজনিত কারণে স্থানীয় বারোদী ইউপির সাবেক চেয়ারম্যান আলী আজগরের বাবা হাজী  ইদ্রীস আলীর মৃত্যু হয়। সকাল ৯টায় তার দাফন সম্পন্ন হয়। স্বামীর মৃত্যুর খবর শুনে স্ত্রী রেজিয়া বেগম অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ ও ডা. জাহাঙ্গীর আলম তাকে মৃত ঘোষণা করেন। ডা. আরিফ বলেন, বৃদ্ধা নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।