সংবাদচর্চা রিপোর্ট
পারিবারিক ঝগড়ায় রবিবার রাতে আড়াইহাজারে কুলসুম (১৯) নামে এক সন্তানের জননীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী শাহ আলম। পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর পুলিশ নিহতে শ্বশুর স্থানীয় মৃত সুরুজ মিয়ার ছেলে জলিল ও তার স্ত্রী কুলসুমকে আটক করেছে । তবে নিহতের স্বামী পালিয়ে গেছে। স্থানীয় কড়ইতলা পাচানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহতের চাচাতো ভাই হালিম জানান, ২ বছর আগে মানিকপুর এলাকার মৃত আব্দুল হকের মেয়ে কুলসুমকে পারিবারিকভাবে বিয়ে দেয়া হয়। তাদের দাম্পত্য জীবনে এক সন্তানের জম্ম নেয়।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম সংবাদচর্চাকে জানান, পরকীয়া সংক্রান্ত স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ছিলো। রাতে স্বামী স্ত্রীর ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী স্ত্রীকে বাশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে । স্ত্রী আহত হয়। পরে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার স্ত্রীকে মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামীর বাবা মাকে আটক করা হয়েছে।