সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক চুরি হয়েছে। বুধবার রাতে আড়াইহাজার পৌরসভার কৃঞ্চপুরা এলাকায় সংযমী এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের সামনে এই ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে মালিক পক্ষের দাবী। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি।
প্রতিষ্ঠানটির মালিক আবুল কালাম দুলাল জানান, প্রতিদিন গ্যাসের সিলিন্ডার বিভিন্ন এলাকায় সরবরাহ করে প্রতিষ্ঠানের সামনেই গাড়ী রাখা হতো। বৃহস্পতিবার ভোরে গাড়ীর কাছে এসে দেখতে পায় ঢাকা মেট্রো-ট-২০-১২২৬ নাম্বারের গাড়ীটি নির্ধারিত স্থানে নেই। ধারণা করা হচ্ছে, রাতের কোন এক সময় কে বা কারা গাড়ীটি সিলিন্ডারসহ চুরি করে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, গাড়ীতে এলপি গ্যাস ভর্তি ১২ কেজি ওজনের ২৫০টি ও খালি ৩১০টি সিলিন্ডার রাখা ছিল। ট্রাক ও সিলিন্ডারের দাম ৫০ লাখ টাকা বলে মালিক জানান।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম সংবাদচর্চাকে বলেন , চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। পুলিশ গাড়ী ও মাল উদ্ধারে কাজ করছেন।