আজ সোমবার, ২৪শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে সম্পাদক পরিচয়দানকারী আলম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দৈনিক আমার কণ্ঠ পত্রিকার স্টিকার ও ওই পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে ডাকাতি করানো, মাদক পাচার মাদক পাচার কাজে ব্যবহার করা আলম খানের নাম সম্বলিত স্টিাকর যুক্ত গাড়ী দিয়ে ডাকাতির প্রস্তুতি কালে গাড়ীর চালক, এক ডাকাতকে আটকের ৫ দিন পর রোববার দুপুরে আলম খান কেও গ্রেফতরা করতে সক্ষম হয়েছে পুলিশ। তাকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার তাকে কোর্টে প্রেরণ করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আকতার হোসেন সাংবাদিকদেরকে জানান, ডাকাত আলম খান তার প্রাইভেট গাড়ীটিতে সামনে এবং পিছনে দৈনিক আমার কণ্ঠ পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে স্টিকার লাগিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি, মাদক পাচার এবং আড়ীটি ডাকাতির কাজে ব্যবহার করে থাকে। এ থেকে সে মোটা অংকের টাকা ভাগ বাটোয়ারা পেয়ে থাকে। গত শুক্রবার রাতে পুলিশের নিকট একটি তথ্য আসে যে, ওই গাড়ীটি দিয়ে এক দল ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে গাজীপুরের দিকে যাচ্ছে। এ সংবাদ পেয়ে থানার এস আই হুমাইয়ুনের নেতৃত্বে একদল পুলিশ গাজীপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন। পরে আবার তথ্য পান যে, গাড়ীটি উপজেলার দাসপাড়া এলাকায় ডাকাতসহ অবস্থান করছে। পরে পুলিশ দাসপাড়া এলাকায় যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ীটি সত্যভান্দি এলাকার দিকে চলে যায়। পুলিশ গাড়ীটিকে তাড়া করে সত্যভান্দি এলাকায় গিয়ে গাড়ীটি আটক করতে সক্ষম হয়। এ সময় গাড়ীতে থাকা এক ডাকাত খোকন (৩০) এবং গাড়ীর চালক সুমন (৩০) কে আটক করে তারা। এ সময় গাড়ী থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বেশ কয়েকটি ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ।

ধৃত ডাকাত খোকন এবং গাড়ীর চালক সুমন পুলিশের নিকট স্বীকার করে যে, আলম তার গাড়ীটি দিয়ে মাদক পাচার সহ ডাকাতির কাজে গাড়ীটি ব্যবহার করে এবং এ থেকে মোটা অংকের টাকা ভাগ পেয়ে থাকে। এ স্বীকারোক্তির ভিত্তিতে রোববার দুপুরে আলমকে গ্রেফতার করে পুলিশ। আলম উপজেলার দিঘলদী গ্রামের মৃত মোমেনের ছেলে।

স্পন্সরেড আর্টিকেলঃ