নারায়ণগঞ্জের আড়াইহাজারে রোববার বেলা ১২টার দিকে বিদ্যুৎতায়িত হয়ে লক্ষণ চন্দ্র দাস (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় আড়াইহাজার পৌরসভাধীন ঝাউগড়া এলাকার মৃত পানতুস চন্দ্র দাসের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বাড়ির পাশে একটি চকে ঘাস কাটতে গিয়ে স্থানীয় নাছির নামে এক ব্যক্তির সেচ পাম্পের পাশে বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎস ডা. রাজু আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিদ্যুতের লাইন টানানোর ক্ষেত্রে গাফিলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।