আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে শ্রমিক অসন্তোষ

নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা বাজারের পাশে ফোরউইংস লিমিটেড নামে একটি গার্মেন্টসে বেতনের দাবিতে  বুধবার (২৭-১১-১৯) শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এই সময় শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন।এতে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে আড়াইহাজার উপজেলা ইউএনও সোহাগ হোসেন ও সহকারী কমিশনার ভূমি মোঃ উজ্জল হোসেন এবং স্থানীয় সাতগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান জনাব অদুদ মাহমুদের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। ইউএনও মোঃ সোহাগ হোসেন বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার দিতে হবে। তাদের বেতন ভাতা সময় মতো পরিশোধ করতে হবে। শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

এসময় শ্রমিক সুলতানা বেগম বলেন আমাদের প্রতিষ্ঠানে শ্রমিকদের কোন সুযোগ সুবিধা মালিকপক্ষ খেয়াল করে না। আমরা অনেক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।এই প্রতিষ্ঠানে শ্রমিকদের চিকিৎসার কোন ব্যবস্থা নেই।

এব্যাপারে ফোর উইংস লিমিটেডের প্লান ম্যানেজার আরজু বলেন আমরা একদিনের মধ্যে শ্রমিকদের বেতন দেওয়ার ব্যবস্থা করে দিব।

এসময় আরো উপস্থিত ছিলেন সার্কেল এসপি মোঃ আফসারউদ্দিন, ওসি মোঃ নজরুল ইসলাম ও স্থানীয় সমাজ সেবক মোঃশফিকুল ইসলাম, শহিদুল হাসান গেলমান প্রমুখ।