আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে শিশু বলৎকারকারী আটক

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় মুকুন্দী গাজীপুরা এলাকায় শারীরিক প্রতিবন্ধী (৯) এক শিশুকে বলৎকারের ঘটনায় অভিযুক্ত আকাশকে আটক করেছে পুলিশ।

সে ওই এলাকার নবী হোসেনের ছেলে। রাতেই তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে গতকাল শনিবার একটি মামলা করেন। গত শুক্রবার রাতে ওই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শিশুটির পরিবার স্থানীয় জৈনক বাবুলের বাড়ির ভাড়াটিয়া। এদিকে হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক তাহমিনা জানান, শিশুটির পায়ু পথে আঘাতের চিহৃ রয়েছে। রাতেই তাকে নারায়ণগঞ্জের ভিক্ট্রোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির বাবা জানান, ৯ বছর বয়সি তার শারীরিক প্রতিবন্ধী শিশুকে একা পেয়ে স্থানীয় আলিয়া মাদ্রাসার পেছনে নিয়ে প্রতিবেশী নবী হোসেনে ছেলে আকাশ বলৎকার করে।

পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ভিকটিমকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। ধর্ষককে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।