আজ রবিবার, ২৩শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে শাবল দিয়ে পিটিয়ে কৃষককে জখম

আড়াইহাজার প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিয়ত আলী (৬৫) নামে এক কৃষকের জমি দখলের চেষ্টায় বাধা দেয়ায় শাবল দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। আহত অবস্থায় তাকে  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার ২৭শে জানুয়ারি সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ওই কৃষক উপজেলার বাহ্মন্দী ইউনিয়নের নামাপাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে। এ ঘটনা থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।  

আহত নিয়ত আলী জানান, তার দখলে থাকা ৪৭ শতাংশ কৃষি জমির মধ্যে ২৩ শতাংশ জোরপূর্বক দখলের চেষ্টা চালায় প্রতিপক্ষ ইসলাম গংয়েরা। এতে তিনি বাঁধা দেন। পরে তার দলবল নিয়ে তার ওপর অর্তকিত হামলা চালানো হয়। এ সময় তাকে জমিতে ফেলে শাবল ও লাঠিসোটা দিয়ে বেধড়ক পেটানো হয়।

তবে অভিযোগ অস্বীকার করে ইসলাম মিয়া বলেন, আমি কাউকে মারধর করেনি। আমাদের বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ