আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে র‌্যালি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘জাতীয় বীমা দিবস’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১লা মার্চ) সকালে আড়াইহাজার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি  অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। এরপর আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ইউএনও সোহাগ হোসেনসহ অনেকে।

প্রসঙ্গত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। বঙ্গবন্ধুর জন্য এটা ছিল রাজনীতির বাইরে প্রথম কোনো প্রতিষ্ঠানে চাকরি করা। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীমা স্মৃতি বিজড়িত ১লা মার্চকে সরকার কর্তৃক ‘জাতীয় বীমা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই উপলক্ষে বীমা শিল্পের উন্নয়ন ও বীমার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর র‌্যালি, বিমা মেলা, আলোচনা সভা এবং অন্য কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালন করা হয়।