আড়াইহাজার প্রতিনিধি:- আড়াইহাজারে স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতন মামলা করায় ক্ষুব্ধ স্বামী আল আমিন ও তার লোকজন শ্বশুর বাড়িতে আগুন দিয়ে বাড়ী ঘর পুড়িয়ে দিয়েছে।
জানাগেছে,উপজেলার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া উলুকান্দী এলাকার মৃত শিব্বির আহমেদের মেয়ে শাহিনা আক্তারের উপর তার স্বামী একই এলাকার তাইজদ্দিনের ছেলে আল আমিন যৌতুকের দাবীতে দীর্ঘদিন যাবৎ নির্যাতন চালিয়ে আসছিল। এ ঘটনায় স্ত্রী শাহিনা আক্তার ৫ অক্টোবর স্বামী আল আমিন সহ তার পরিবারের বিরুদ্ধে আদালতে একটি যৌতুক মামলা দায়ের করে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ১২ অক্টোবর রাত পোনে বারোটার দিকে শাহিনার স্বামী আল আমিন,তাইজদ্দিন,আব্দুর সাত্তার,সাদ্দাম হোসেন,শাহিন ও তাদের লোকজন মিলে শ্বশুর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ করে বসত ঘরটি পুড়িয়ে দেয়।
এ ঘটনায় শাহিনা আক্তার বাদী হয়ে স্বামী সহ ৬ জনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা দায়ের করে। স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে থানায় মামলা করায় আবারো শ্বশুর বাড়িতে হামলা করার ঘোষনা দেয় স্বামী ও তার লোকজন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানাগেছে। আড়াইহাজার থানার ওসি এম এ হক অগ্নি সংযোগের ঘটনায় মামলার কথা স্বীকার করে জানান, অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।