আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকালে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া চেঙ্গাকান্দি এলাকার চক থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে। যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে হতে পারে।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই )হুমায়ুন কবির জানান, এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে যুবকটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার পেটে আঘাতের চিহ্ন রয়েছে। গায়ে কোন কাপড় নেই। পড়নে প্যান্ট রয়েছে।
আড়াইহাজার থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, নিহতের পরিচয় ও হত্যাকান্ডের কারণ জানার চেষ্টায় কাজ করছে পুলিশ।