আজ মঙ্গলবার, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে যুবককে গলা কেটে হত্যা

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাইফুল ইসলাম (২২) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকালে উপজেলার গোপালদী বাজার বড় মসজিদ মার্কেটের ছাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সাইফুল বিশনন্দী গ্রামের ওছমানের ছেলে। সে তার নানা বাড়ি উলুকান্দি বেপারী পাড়া গ্রামে থাকতো। তার বাবা ওছমান প্রবাসে থাকে।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজাহার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার বিকাল ৪টায় তার লাশ উদ্ধার করা হয়। তার গলা এবং দুই হাত কাটা রয়েছে। ধারনা করা হয়েছে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

নিহত সাইফুল ওই বাজারের মনিরের ওষুধের দোকানে কাজ করতো। মঙ্গলবার সকাল থেকে সে নিখোঁজ ছিল।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, ‘মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’