আজ শুক্রবার, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে যানজট ছুটাতে রাস্তায় ছাত্রলীগ

আড়াইহাজার পৌরসভা বাজার এলাকায় সড়কে যানজট বাড়ছে।  বৃহস্পতিবার বেলা ১১টায় ছাত্রলীগের নেতাকর্মীরা পৌরসভা বাজারে র্দীঘ যানজট মুক্ত করতে রাস্তায় নেমে পড়েন। এতে সাধারণ মানুষর খুশি হয়েছেন। তাদের মানবসেবা দেখে অনেকেই স্বাধুবাদ জানান। দিনভর বাজারে বিভিন্ন ধরনের গাড়ী রাস্তায় গাড়ীর জটলা লেগে থাকে। এতে মানুষের চলাচলে  ভোগান্তির হচ্ছে। ক্ষতি হচ্ছে রাস্তার পাশের দোকানপাটের ব্যবসা-বাণিজ্যের। যানজট মুক্ত করতে এর আগেও পৌরসভা কর্তৃপক্ষ আনসার নিয়োগ করে ছিলেন। এতে কিছু দিন পথচারী ও বাজারের ব্যবসায়ীরা স্বস্তিতে ছিলেন। আনসার উঠিয়ে নিলে ফের পুরোনো চেহায়ায় ফিরে যায় যানজট। মাঝে মধ্যে পুলিশও যানজটের বিরুদ্ধে অভিযান চালায়। এতেও স্বস্তি মিলছে না। দিন দিন যানজট যেন বেড়েই চলছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাজারের পুরো অংশ জুড়েই যানজট লেগে থাকে।

আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ছাত্রসংসদের ভিপি নিহাদুল ইসলাম রাজু বলেন, পৌরসভা বাজারে যানজট নিত্যসঙ্গি হয়ে পড়েছে। নানাভাবে চেষ্টা করেও যানজট মুক্ত হচ্ছে না। তাই জনদুর্ভোগ লাঘবে সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্র সংসদের নেতাকর্মীরা রাস্তায় নেমে এসেছেন। আমরা চেষ্টা করব মাঝে মধ্যেই রাস্তায় নেমে মানুষের দুর্ভোগ লাঘব করতে। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সভাপতি রমজান আল জিহাদ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, ছাত্র সংসদের জিএস আইয়ুবুর রহমান হৃদয়, এজিএস ইকবাল হাসানসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

স্পন্সরেড আর্টিকেলঃ