আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মোটরসাইকেল ওয়ার্কসপে আগুন

আড়াইহাজারে

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদর বাজারে আগুনে পুড়ে একটি মোটরসাইকেল ওয়ার্কসপ ও একটি সাইকেল স্টোরের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ৩১ ডিসেম্বর সোমবার দিনগত রাত ৮টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আড়াইহাজার থেকে আসা ফায়ার সার্ভিসের কর্মীরা ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।

মোটর সাইকেল ওয়ার্কসপের মালিক সাধন চন্দ্র জানান, তার দোকানে ৫টি সচল মোটরসাইকেল সহ বেশ কয়েকটি মোটর সাইকেল মেরামতের জন্য রাখা ছিল। অগ্নিকান্ডে তার সবগুলো মোটর সাইকেল এবং তার দোকানে থাকা জাকিরের একটি ফটোকপি মেশিনসহ সম্পূর্ণ দোকানটি পুড়ে ভষ্মিভূত হয়। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়।

পাশে অবস্থিত ভাই ভাই সাইকেল স্টোরের মালিক আ. বাতেন জানান, তার দোকানে থাকা ৪-৫টি নতুন সাইকেল সহ সকল মালামাল ও সাইকেলের যন্ত্রাংশ পুড়ে গিয়ে প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে তারা জানান।

আড়াইহাজার থানার ওসি আকতার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মালিক পক্ষ ২০ লাখ টাকা দাবী করলেও তদন্ত সাপেক্ষ প্রকৃত ক্ষতির পরিমান নিরূপন করা হবে।