আজ বুধবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মেধাবী ছাত্র এরশাদের ‘স্বপ্ন’ জয়

আড়াইহাজারে মেধাবী ছাত্র

আড়াইহাজারে মেধাবী ছাত্র

আড়াইহাজার প্রতিনিধি:
কঠোর পরিশ্রম আর শক্ত মনবলের ফলে আড়াইহাজারের মেধাবী ছাত্র ফাহিম- বিন -এরশাদ তার দীর্ঘদিনের লালিত ‘স্বপ্ন’ জয় করেছেন। মেধাবধী এ শিক্ষার্থী ২০০৮ সালের ফেব্রুয়ারিতে কর্লারসীভ ভিশায় লন্ডনে পারি জমান।  মেট্রোপলিটন ইউনির্ভাসিটি কলেজে (বিবিএ) ডিগ্রী লাভ করেছেন। তিনি লন্ডনে একটি সুমানধন্য কোম্পানীতে সিসিটিভি- অপরেটর পদে কর্মরত থেকেও এমবিএ-এতে অধ্যায়রত রয়েছেন বলে জানান এরশাদ।

সর্বশেষ ৩১ জুলাই তিনি সুদূর লন্ডনে সিটিজেন সীভ (নাগরিকত্ব) লাভ করেছেন। সন্তানের সফলতায় তার বাবা ও মা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। লন্ডন থেকে বৃহম্পতিবার মুঠোফোনে এরশাদ জানান, আমি বাংলাদেশের সন্তান হয়ে নিজেকে গর্বিত মনে করছি। আমি আমার দেশকে ভালোবাসি। দেশের মানুষকে ভালো বাসি। আপনাদের দোয়ায় আমি লন্ডনে নাগরিকত্ব লাভ করেছি। কিন্তু মনটি পড়ে থাকবে আপনাদের কাছে। সর্বপরি আমার আড়াইহাজারবাসীর কাছে।

তিনি বলেন, আমি ১০ বছর ধরে লিগ্যালভাবে লন্ডনে রয়েছি। সেই মোতাবেকই আমি লন্ডন সরকারের কাছে সকল নিয়ম নীতি মেনে নাগরিকত্ব লাভের জন্য আবেদন করেছিলাম। সরকার সবকিছু যাচাই-বাছাই করে আমাকে নাগরিকত্ব দিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের সন্তান যেন দেশের সম্মান অক্ষুণ্ণ রেখে সুদূর লন্ডনে চলতে পারে। বাবা রফিকুল ইসলাম ও মা রোকেয়া বেগমের একমাত্র ছেলে এরশাদ। এরশাদের মা ও বাবা বলেন, আমার ছেলে এদেশের গর্ব। সে মেধাবী হওয়ায় ঢাকার তেজগাঁও পলিটেকনিক্যাল কলেজ থেকে পাশ করে দেশের বাইরে গিয়েও সুনাম অর্জন করেছেন। আমার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।