আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার


রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা:-

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আবু ছাঈদ খাঁন (৬৫) নামে এক মুদি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে স্থানীয় গিরদা এলাকার মৃত বিরাম খাঁনের ছেলে। সোমবার সকালে খবর পেয়ে পুলিশ সেন্ট্রালকরোনেশন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশের একটি চক থেকে তার লাশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা তাকে কেউ শ^াসরোধে হত্যা করেছে। সে কালিবাড়ি বাজারের মুদি ব্যবসায়ী বলে জানা গেছে।
আড়াইহাজার থানার উপপরির্দশক (এসআই) মাহফুজ এ ব্যাপারে নিশ্চিত করে জানান, নিহতের মুখে আঘাতের চিহৃ রয়েছে। লাশ মযনা তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।