আজ সোমবার, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আড়াইহাজারে মুক্তিযোদ্ধাকে

আড়াইহাজারে মুক্তিযোদ্ধাকে

নিজস্ব প্রতিবেদক:

আড়াইহাজার উপজেলার নোয়াপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা কাজী মোছলে উদ্দিন খোকা কে (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার ৯ জুলাই সকাল দশ টায় স্থানীয় একটি মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তাকে গার্ডঅপ অনার প্রদান করেন আড়াইহাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজওয়ান -উল- ইসলাম। আড়াইহাজার থানা পুলিশের এসআই শাহদাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সভাপতি শাহজালাল মিয়া, থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী সুন্দর আলী, মাহমুদপুর ইউনিয়ন চেয়ারম্যন আমান, থানা যুবলীগের সভাপতি আহম্মেদুল কবির উজ্জল, থানা ছাত্রলীগের সভাপতি মামুন অর রশীদ, সাধারণ সম্পাদক আসলাম পাঠান, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ডাক্তার আক্তারুজ্জামান, ছাত্রলীগের সহ-সভাপতি জসিমউদ্দিন, থানা তরুণ লীগের সভাপতি এইচএম জাকির হোসেন, আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি মোজ্জামেল হক জুয়েল, কাজী সুজন ইকবাল, নাঈম আহম্মেদ মোল্লা, সাবেক ভিপি আমির হোসেন, সাবেক ভিপি কবির হোসেন, উচিৎপুরা ইউয়িন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএ লতিফ, আড়াইহাজার পৌরসভা ছাত্রলীগের সভাপতি কাজী রাকিবুল ইসলাম জুয়েল প্রমুখ।