আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে ফের গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
আড়াইহাজারে নুর মোহাম্মদ নামে এক ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। থানার সেকেন্ড অফিসার ফায়জুর রহমান নিজেই বাদী হয়ে মামলাটি করেন।

সে বি-বাড়িয়া জেলার ব্রাহ্মরামপুর থানার গংঙ্গারামপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে। জানা গেছে, মঙ্গলাবার রাতে বেশ কিছু গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে রহস্য জনক কারণে তাকে ছেড়ে দেয় পুলিশ । এ ঘটনায় বুধবার  দিনভর থানাসহ স্থানীয়দের মধ্যে এ ঘটনা নিয়ে নানা গুনজন বইতে থাকে।

পরে সন্ধ্যায় তাকে ফের গ্রেপ্তার করতে তিনি বাধ্য হন। রাতেই তড়িগরি করে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে নিজেই দাবী হয়ে একটি মামলা করেন। মামলা নং ৩৪(৩)১৯ইং। এদিকে স্থানীয়দের অভিযোগ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কারণে সেবনকারীর সংখ্য ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এতে যুব সমাজ ধ্বংসের পথে।

আড়াইহাজার থানা পুলিশ যেখানে মাদকের বিরুদ্ধে জিরোট্রলারেন্স নীতিতে চলছেন।