নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ -২ (আড়াইহাজার) আসনের আওয়ামীলীগের প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দুই বারের এমপি নজরুল ইসলাম বাবু। বাবুর সাথে মনোনয়ন চেয়েছিলেন সাবেক ব্রæনাইয়ের রাষ্ট্র দূত মমতাজ হোসেন কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি, আস্থা রাখলেন বাবুর উপর। মমতাজ হোসেন এতে রাগ না করে বাবুর পক্ষে গনসংযোগ করে যাচ্ছেন যা ভবিষ্যৎ নেতৃবৃন্দের জন্য অনুকরণীয়।
অন্যদিকে বিএনপির প্রার্থী কেন্দ্রিয় কমিটির সহঃ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। যিনি সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর কে পিছনে ফেলে দলীয় মনোনয়ন ছিনিয়ে আনেন। গত ১০ বছর এই আসনে বিএনপির কোন কর্মকান্ডে আঙ্গুরকে দেখা যায়নি। কিন্তু মনোনয়নের সময় হঠাৎ করে তার আগমন ঘটে, যার কারনে তৃণমূলের জনগন তাকে মেনে নিতে পারেনি। অনেক হিসাব নিকাশের পর দল মনোনয়ন দেয় আজাদকে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সব দলের জন্য খুব গুরুত্বপূর্ণ অথচ দলের স্বার্থে এক দিনের জন্যও আঙ্গুরকে মাঠে পাওয়া যায়নি। যদিও মাঝে মধ্যে মাহামুদুর রহমান সুমনকে আজাদের গনসংযোগে দেখা গেছে। এই ব্যাপারে আড়াইহাজারের বিএনপির তৃণমূল নেতা-কর্মীর দাবী আঙ্গুরের রাজনীতির সমাপ্তির পথে।