নিজস্ব প্রতিবেদক:
আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার এস এম মাযহারুল হক অডিটরিয়ামে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়। মহিলা আওয়ামীলীগের সভাপতি ও দুপ্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহিদা মোশাররফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজেদা আক্তারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোজাম্মেল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা রহমান ও আওয়ামীলীগ নেতা আঃ হাই, স্বপন মেম্বার ,মোতালিব মেম্বার প্রমুখ। শোক সমাবেশে মহিলাদের ঢল নামে। পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।