আজ শনিবার, ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মশার উপদ্রব

আড়াইহাজারে মশার উপদ্রব

আড়াইহাজারে মশার উপদ্রব

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) সংবাদদাতা:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অসম্ভব রকমে বৃদ্ধি পেয়েছে মশার উপদ্রব। মশার কামড়ের কারণে ম্যালেরিয়া সহ নানা অসুখ বিসুখে ভুগছেন অনেকে।

প্রসঙ্গত ডিসেম্বরের পর থেকেই ইরিÑ বোরো রোপন শুরু হয়ে যায়। বর্তমানে বোরো ধানের চারা বেশ উঁচু হয়ে গেছে। ফলে বোরো জমির নোনা পানি থেকে মশার উৎপত্তি হয়ে মশা ছড়াচ্ছে উপজেলার সর্বত্র। ফলে বাচ্চাদের লেখা পড়া, জনসাধারণরে ঘুমে ও রাত্রী কালিন কাজ কর্ম মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে।

মশার উপদ্রবে অতিষ্ট ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ম্যালেরিয়ায় আক্রান্ত রোগী হেলেনা আক্তারের সঙ্গে আসা আমেনা বেগম (৫০) বলেন, মশার যন্ত্রণায় রাতে শান্তিতে ভাত পর্যন্ত খাওয়া যায়না। মশা নিয়ন্ত্রক বিভিন্ন কয়েল ব্যবহার করেও মশা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আশ্রাফুল আমীন বলেন, ম্যালেরিয়া থেকে বাঁচতে হলে রাতে তো বটেই, কোন কোন ক্ষেত্রে দিবা নিদ্রার সময় ও মশারী ব্যবহার করতে হবে।