আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুপ্তারা এলাকায় মফিজউদ্দিন (রঃ) এর ৭৪ তম ওফাত স্মরণে দুইদিন ব্যাপী বার্ষিক উরস মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুম মফিজ উদ্দিন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু’র দাদা হুজুর।
শুক্রবার বিশেষ মোনাজাত শেষে তাবারক বিতরণ করা হয়েছে। ওয়াজ করেন মাও. হাফিজুর রহমান সিদ্দিকি (কুয়াকাটা) ও তোফাজ্জল হোসেন ভৈরবীসহ স্থানীয় বিভিন্ন আলেমগণ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি নজরুল ইসলাম বাবু। স্থানীয় বাইতুল আমান জামে মসজিদের ইমাম মাও. মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল রশীদ ভূঁইয়া, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, গোপালদী পৌরসভার মেয়র আবদুল হালিম সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী প্রজ¤œলীগের সাংগঠনিক সম্পাদক এস.কে সোলাইমানসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।