সদ্য সমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ করে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ হাইকোর্টে মামলা করবেন ।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) হাইকোর্টে এই মামলা করবেন বলে আইনজীবী রুহুল কুদ্দুস কাজলের সই করা এক বিবরণীতে এ তথ্য জানা গেছে৷
এতে বলা হয়েছে, দেশের বিভিন্ন আসনে ৭ বিএনপি প্রার্থী নির্বাচন চ্যালেঞ্জ করে মামলা করেছেন৷ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিএনপি`র আরো ৫ জন প্রার্থী মামলা দায়ের করতে পারেন। যার মধ্যে নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদও রয়েছেন৷
নির্বাচনী বিরোধ নিষ্পত্তির জন্য ৬টি নির্বাচনী বেঞ্চ এরই মধ্যে গঠন করেছেন প্রধান বিচারপতি। এই ৬টি বেঞ্চের যেকোন একটিতে শুনানির জন্য মামলাগুলো উত্থাপন করবেন তারা।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ১১৩টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৮৬৭ জন। নারায়ণগঞ্জের ৫টি আসনের মধ্যে গড়ে সর্বোচ্চ ৮৬ দশমিক ৯১ শতাংশ (২ লাখ ৪৬ হাজার ৬২৪ টি ভোট) গৃহীত হয়েছে এই আসনে। ভোট বাতিল হয়েছে ৩ হাজার ৭৩৯টি। আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বাবু ২ লাখ ৩২ হাজার ৭২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম আজাদ পেয়েছেন ৫ হাজার ১১১ ভোট। হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলনের প্রার্থী নাসির উদ্দিন পেয়েছেন ৩ হাজার ১১৬ ভোট। অপরদিকে কাস্তে প্রতীকের সিপিবির প্রার্থী হাফিজুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৯৩৫ ভোট
ভোটের হিসেব দিতে গিয়ে আজাদ জানান, আড়াইহাজারের ১১৩টি ভোটকেন্দ্রের মধ্যে ৭টি ভোটকেন্দ্রে ধানের শীষের কোন ভোট পড়েনি। যার মধ্যে দড়ি সত্যবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, উজানগোবিন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, শম্ভুপুরা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র, ডেঙ্গুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে, কালাপাহাড়িয়া উচ্চ বিদ্যালয় ও কালাপাহাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ও খালিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ধানের শীষের কোন ভোট পড়েনি। অপরদিকে সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ধানের শীষ ১ ভোট, পাঁচগাও মনোহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ধানের শীষ মাত্র ২ ভোট, মধ্যারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ধানের শীষ মাত্র ৩ ভোট পেয়েছে। অপরদিকে হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলনের প্রার্থী নাসির উদ্দিন রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ও রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে কোন ভোট পাননি। অপরদিকে কাস্তে প্রতীকের সিপিবির প্রার্থী হাফিজউদ্দিন সিংহদী এম এ মোতালেব হাইস্কুল ভোটকেন্দ্রে ভোট শূণ্য ছিলেন।