আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় এক কাপড়ের ব্যবসায়ীর বাড়ি থেকে  মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে গেছে দুবৃর্ত্তরা। লাসারদী এলাকায় শুক্রবার স্বপনের বাড়িতে এই ঘটনা ঘটে। স্বপরিবারে তিনি স্থানীয় হোগলাকান্দি এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে ছিলেন। ফিরে এসে দেখেন সব কিছু লুট হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত স্বপন জানান, শুক্রবার ২টার দিকে পরিবারের সবাই হোগলাকান্দি এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে গেছিলেন । বিকাল ৫টার দিকে ফিরে এসে দেখেন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় তার বসবাসের কক্ষের তালা ভাঙা রয়েছে।

তিনি আরো জানান, দুর্বৃত্তরা স্টিলের আলমারি ভেঙে তছনছ করে ৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কা, মূল্যবান কাগজপত্র ও অন্যান্য মালামালসহ প্রায় ৩ লাখ টাকার মাল লুট করে নিয়ে গেছে। এই ঘটনায় তিনি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, এটি ডাকাতির ঘটনা নয়, চিঁচকে কোনো চোরের দল হয়তো ঘটনাটি ঘটিয়েছে। তবে মালামাল উদ্ধারে পুলিশ চেষ্টা করছে।