আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ব্যবসায়ীর বাড়িতে দুধুর্ষ ডাকাতি হয়েছে। বুধবার রাত আড়াইটার দিকে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা পশ্চিমপাড়া গ্রামের ব্যবসায়ী হাজী আব্দুল হান্নানের ভাড়াটিয়া সাইফুল ইসলামের ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের বরাত দিয়ে সাতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান অদুদ মাহমুদ জানায়, বুধবার রাত আড়াইটার দিকে ৭-৮ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাতদল পুরিন্দা পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হান্নানের বাড়ির নিচতলার কেচি গেইটের তালা কেটে ভাড়াটিয়া সাইফুলের ঘরে প্রবেশ করে। আগ্নেয়াস্ত্রের মুখে পরিবারের লোকজনকে হাত-পা চোখ রশি দিয়ে বেঁধে ফেলে। পরে আগ্নেয়ান্ত্র দিয়ে পরিবারের সকল সদস্যদের জিম্মি করে ডাকাতদল প্রায় এক ঘণ্টা ওই বাড়িতে অবস্থান করে একে একে সকল আলমিরা খুলে ডাকাতদল সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৭০ হাজার টাকা, তিনটি দামী মোবাইল সেট ও অন্যান্য মূল্যবান আসবাবপত্রসহ অন্তত তিন লাখ টাকার মালামাল লুটে নেয়।
ভাড়াটিয়া সাইফুল ইসলাম জানান, ডাকাতদল বের হওয়ার সময় অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে কেচি গেইটের বাড়ির মেইন গেইট ভেতরে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে তারা আর্তচিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসে। ডাকাতদের প্রত্যেকেই মুখোশ পড়া ছিল। তবে তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হবে বলে তিনি ধারনা করছেন।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।