আড়াইহাজা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে। শুক্রবার সকালে ধর্ষিতার ভাই ফুল মিয়া বাদী হয়ে ওই এলাকার সাজন মিয়ার ছেলে ধর্ষক জুয়েল ও তার সহযোগি নায়েব আলীর ছেলে জালালকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ১৬ এপ্রিল রাতে তাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। স্থানীয় কালাপাহাড়িয়ার বিবিকান্দী এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি মিমাংসা করে দেওয়ার আশ্বাস দিয়ে ধর্ষিতা মামলায় বাঁধা দেয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে জুয়েলের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই জের ধরে তাদের মধ্যে বেশ কয়েকবার দৈহিক সর্ম্পক হয়। ১৬ এপ্রিল রাতে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বন্ধুর সহযোগিতায় তাকে ফের ধর্ষণ করে পালিয়ে যায় সে। পরে বিয়ের চাপ দেওয়া হলে তাতে সে অস্বীকৃতি জানান।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, দুই ব্যাক্তিকে আসামি করে একটি ধর্ষণ মামলা গ্রহণ করা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।