আড়াইহাজার প্রতিনিধি:
বিয়ের দুই মাত্র মাসের মাথায় আড়াইহাজারে রুমা (১৯) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর নিহতের স্বামী কাউসারসহ শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে গেছে। খবর পেয়ে রোববার সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
নিহতের পরিবারের সূত্রে জানা গেছে, হাইজাদী এলাকার মোহর আলী মেয়ে রুমার সঙ্গে দুই মাস আগে স্থানীয় মাধবদী এলাকার মতিনের ছেলে কাউসারের সঙ্গে বিয়ে হয়।
বিয়ের সময় চাহিদা মাফিক মোটা অংকের টাকা যৌতুকসহ আসবাবপত্র দেয়া হয়। কিন্তু বিয়ের কিছু দিন যেতে না যেতেই ফের মোটা অংকের টাকা যৌতুকের জন্য চাপ দিতে থাকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। তাতে রাজি ছিলনা রুমা ও তার পরিবার।
শনিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এসময় রুমাকে স্বামীসহ তার পরিবারের লোকজন মিলে বেধড়ক মারপিট করে। এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশের সূরতহাল শেষে আড়াইহাজার থানার এসআই হুমায়ন জানান, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে।
এত এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।