আজ বুধবার, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠ মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,আড়াইহাজার:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার নোয়াপাড়া গ্রামে ঘরের চালা মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে জাকির হোসেন (২৫) নামে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার( ১০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনাটি ঘটেছে। নিহত জাকির হোসেন চাঁদপুর জেলার শাসনপাড়া গ্রামের ওবায়দুল্লার ছেলে।

জানা গেছে, নোয়াপাড়া গ্রামের জজমিয়ার বাড়ীতে ঘরের চালা মেরামত করার জন্য চালার উপরে উঠলে অরক্ষিত একটি বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশটি উদ্ধার করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তা জজমিয়াকে আটক করেছে।