নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে ফৌজিয়া (৫০) নামের নারীর মৃত্যু হয়েছে। ১১ জুন মঙ্গলবার সকালে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের সীতারাম কান্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফৌজিয়া ওই গ্রামের নাইম মোল্লার স্ত্রী।
জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টায় ফৌজিয়া বেগম তার বাড়ীতে থাকা ফ্রিজের লাইন দিতে যায়। এ সময় অসাবধনতা পল্লী বিদ্যুতের সকেটের ভিতর তার হাত লেগে বিদ্যুতের তাড়ে জড়িয়ে যায়। তার চিৎকারে লোকজন এগিয়ে এসে উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করেন।