আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদেশী মদসহ মেহেদী হাসান ও আল-আমিন শেখ নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। মেহেদী হাসান রূপগঞ্জের মাওনা এলাকার ফজলুল হকের ছেলে ও আল-আমিন একই থানাধীন আলমনগর এলাকার হারুন অর রশীদের ছেলে। এএসআই নকুল ধর জানান, আজ সকাল ১০টায় গোপন সংবাদের ভিতিত্তে স্থানীয় কালিবাড়ি এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের সাথে থাকা একটি প্লাসটিকের বেগে চার বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।